১০:০১ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৩
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল সময় টেলিভিশনের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মাজহারুল আনোয়ার টিপু।
মঙ্গলবার (১৪ মার্চ) চ্যানেলটির নীতিনির্ধারকের স্বাক্ষরিত একটি নিয়োগপত্র তিনি হাতে পেয়েছেন।
এর আগে সাংবাদিক টিপু বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসাবে দীর্ঘ ১ যুগ থেকে কর্মরত আছেন। ইতোমধ্যে তিনি টেলিভিশন সাংবাদিকতায় তিনি জেলার সর্বমহলে ব্যপক সুনাম কুঁড়িয়েছেন। এছাড়াও দৈনিক সকালের খবর ও দৈনিক সময়ে আলো পত্রিকায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার ঝুঁলিতে।
জানতে চাইলে মাজহারুল আনোয়ার টিপু বলেন, নতুন করে চ্যালেঞ্জ নিতে আমি পছন্দ করি। দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি আমি বদ্ধপরিকর । এজন্য সকলের দোয়া ও সহযোগিতা চাচ্ছি ।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩