• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৬:৩০
  • আর্কাইভ

সদর হাপাতালে সংবাদ সংগ্রহ করেত গিয়ে হামলার শিকার সাংবাদিক শাকের

৪:৩০ অপরাহ্ণ, সেপ্টে ১৫, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর হাসপাতালের ২৫০ শয্যার নতুন ভবন নির্মাণে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন শাকের মো. রাসেল নামে এক সাংবাদিক।

রবিরার সকালে তিনি এ হামলার শিকার হন। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা তার ব্যবহৃত ক্যামরাটি ভেঙ্গে ফেলে। শাকের মাছরাঙ্গা টেলিভিশন ও দৈনিক মানবকন্ঠের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি। ঘটনার সময় ডিবিসি নিউজের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি এম তৌহিদুর রহমান রেজার ওপরও হামলার চেষ্টা চালায় ঠিকাদারের ভাড়াটে লোকজন।

আহত সাংবাদিক শাকের বলেন, ‘সদর হাসপাতালে নতুন ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার হচ্ছে সেখানে।

রবিবার সকালে আমি ও সহকর্মী ডিবিসি নিউজের সাংবাদিক ওইসব অনিয়মের তথ্য-চিত্র সংগ্রহে গেলে ঠিকাদারী প্রতিষ্ঠান ‘জিএম সন্স এন্ড কনসোর্টিয়াম’ এর ভাড়াটিয়া দুই সন্ত্রাসী সাদ্দাম, রহমান ও দারোয়ান পরিচয়দানকারী রবিন এলোপাতাড়ি মারধর করে। সন্ত্রাসীরা আমার গায়ের জামা ছিঁড়ে ফেলে এবং শারিরীক নির্যাতন করে। এ সময় আমার হাতে থাকা ক্যামেরাটিও ভেঙ্গে ফেলা হয়।’

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন জানান, সাংবাদিক শাকের মোহাম্মদ রাসেল আহত হয়ে সকালে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তার চিকিৎসা চলছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগন ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com