২:২৪ অপরাহ্ণ, অক্টো ০৩, ২০১৯
এরফান হোসেন : লক্ষ্মীপুর শহর সমাজ সেবা কার্যালয়ের শহর সমাজ সেবা সমন্বয় পরিষদ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহর সমাজসেবা কার্যালয়ে ভোট গ্রহনের মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৪২জন ভোটারের মধ্যে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে ৪২ ভোটের মধ্যে ২৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং এনজিও ত্রিবেদি মহিলা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আবুল খায়ের স্বপন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জেমস এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সোহাগ পেয়েছেন ১৩ ভোট।
এর আগে সাধারণ সম্পাদক পদসহ কার্যনির্বাহী পরিষদের ৯টি পদে ৯জন বিনা প্রতিদ্বনিদ্বতায় নির্বাচিত হন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার এর দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুর সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মো. আব্দুল আজিজ মাহবুব। সহকারি প্রিজাইডিং অফিসার ছিলেন মো. বশির আহমেদ পাটোয়ারী, পোলিং অফিসার মো. সালাহ উদ্দিন ভূঁইয়া।