১:২৮ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৩
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সরকারি কলেজে প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মুক্তির প্রেরণা’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে ফিতা ও কেক কেটে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।
পরে লক্ষ্মীপুর সরকারি কলেজের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোকপাত করেন বক্তারা। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল।
তিনি বলেন, শিক্ষার্থীদের কাছে বঙ্গবন্ধুর ম্যুরালটি মুক্তির প্রেরণা হয়ে থাকবে। এ মুক্তির প্রেরণা বলতে- আবার মুক্তিযুদ্ধ আসবে, স্বাধীনতার ডাক আসবে, তা বুঝানো হয়নি। বিষয়টি হল- একজন শিক্ষার্থী চায় ভালো ফলাফল করুক। একজন শিক্ষার্থী যখন চায় কুসংস্কার থেকে মুক্তি পেতে। একজন শিক্ষার্থী যখন বিশ্বমানের শিক্ষার্থী হতে চায়। তখন যে প্রেরণা ও সাহসের দরকার। যখন বঙ্গবন্ধুর এ অবয়বের দিকে তাকাবে- তখন সে শক্তি পাবে, সাহস পাবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ৭ মাসের ভাষণটি হচ্ছে পৃথিবীতে যারা মুক্তি চায়, তাদের মুক্তির প্রেরণা। এ ভাষণটি শুধু বাংলাদেশ বা এ উপমহাদেশের মানুষের জন্যে কোন মুক্তির দলিল নয়, পৃথিবীর যেখানে মানুষ মুক্তি চায়, যেখানে মানুষ স্বাধীনতা চায়, যেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায়- সেখানেই এ ভাষণটি তাদের জন্য মুক্তির প্রেরণা।
কলেজ অধ্যক্ষ মাহবুবুল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহউদ্দিন টিপু প্রমুখ।
সভা পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মহসিন কবির সাগর ও সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজসহ জেলা এবং কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, লক্ষ্মীপুর পৌরসভার অর্থায়নে ম্যুরালটি স্থাপন করা হয়। এটি বৃহত্তম নোয়াখালীর মধ্যে সবচেয়ে উঁচু ম্যুরাল বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এতে বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন ছবি পাশাপাশি দেশের পতাকাও স্থান পেয়েছে।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩