• ঢাকা,বাংলাদেশ
  • রবিবার | ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ২:৩৬
  • আর্কাইভ

লক্ষ্মীপুর সরকারী কলেজে মন্ত্রী ও নবীনদের বরণ

৪:৪৫ অপরাহ্ণ, জানু ২৫, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :

বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপিকে

লক্ষ্মীপুর সরকারি কলেজে বরণ করা হয়েছে। একই সময় প্রতিষ্ঠানটির নবীন শিক্ষার্থীদেরকেও বরণ করা হয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে কলেজের মূল ফটক থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত মন্ত্রীকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানায় শিক্ষার্থীরা। সেখানে গার্ড অব অনার প্রদর্শন করে কলেজ শাখা বিএনসিসি সদস্যরা।

এরপর লাল গালিচার উপর দিয়ে পায়ে হেটে মঞ্চে পৌঁছান মন্ত্রী। সেখানে কলেজ কর্তৃপক্ষ, জেলা ছাত্রলীগ ও কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে মন্ত্রী শাহজাহান কামালকে সংবর্ধনা দেওয়া হয়।

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, , জেলা আওয়ামীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, পৌর মেয়র আবু তাহের, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com