• ঢাকা,বাংলাদেশ
  • শনিবার | ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:১৫
  • আর্কাইভ

লক্ষ্মীপুর সমাচার পত্রিকার সম্পাদক আজাদ ভুঁইয়ার মায়ের ইন্তেকাল

৩:৩২ অপরাহ্ণ, মে ১৫, ২০১৮

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুরের স্থানীয় দৈনিক সমাচার পত্রিকার সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক জাকির হোসেন ভুঁইয়া আজাদ এর মা মমতাজ বেগম আজ সকাল ৮ টার সময় উনার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন; ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন।

আজ মঙ্গলবার ( ১৫ মে ) রাত ৯ টায় রেহান উদ্দিন ভুঁইয়া ঈদগাহ মাঠে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমার মেঝো ছেলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ভুঁইয়া নিশাদ ।

মমতাজ বেগম বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুকালে ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মমতাজ বেগম মরহুম রেহান উদ্দিন ভুঁইয়ার বড় ছেলে মৃত তাহের আহম্মেদ ভুঁইয়ার সহধর্মিণী।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিকসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন সমবেদনা জানিয়েছেন।

এছাড়া লক্ষ্মীপুর প্রেসক্লাব ও লক্ষ্মীপুর সম্পাদক -প্রকাশক পরিষদের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার ও লক্ষ্মীপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, দৈনিক কালের প্রবাহ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মাকছুদুল হক গভীর শোক প্রকাশ করেছেন। এ সময় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com