৮:২৯ অপরাহ্ণ, এপ্রি ১২, ২০১৮
স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুজ্জামানকে উপজেলা পরিষদের উদ্যোগে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ই এপ্রিল) দুপুরে রোজ গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হাফিজ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপু প্রেস ক্লাব সভাপতি মোঃ কামাল উদ্দিন হাওলাদার ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিয়া সুলতানা পারুল।
এ সময় বক্তব্য রাখেন মান্দারী ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, টুমচর ইউপি চেয়ারম্যান সৈয়দ নুরুল আমিন লোলা, তেওয়ারিগঞ্জ ইউপি চেয়ারম্যান ওমর হোসাইন ভুলু, চররুহিতা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারি, উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নু, দক্ষিণ হামছাদি ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম, পার্বতীনগর ইউপি চেয়ারম্যান মো: সালাহ উদ্দিন, দালাল বাজার ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল, দত্তপাড়া ইউপি চেয়ারম্যান আহসানুল কবির রিপন, চরশাহী ইউপি চেয়ারম্যান গোলজার মাহমুদ, লাহারকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মশু, শাকচর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন টিটু চৌধুরী, কুশাখালী ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, বাংগা খা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন কাজল, দিঘলী ইউপি চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান ও উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানকে একজন সৎ, সজ্জন ও দেশপ্রেমিক কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।