৭:১৭ অপরাহ্ণ, ডিসে ২২, ২০২১
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর পৌরসভায় ২শ ৮০ জন কর্মকর্তা-কর্মচারীর ৪৫ লাখ টাকা বকেয়া বেতন দেয়া হয়েছে।
নব-নির্বাচিত পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে কর্মকর্তা-কর্মচারীদের হাতে বেতনে চেক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব মো. আলাউদ্দিন, নির্বাহী প্রকৌশলী আবুল বাশার, সহকারী প্রকৌশলী একেএম সামছুদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত : লক্ষ্মীপুর পৌরসভায় দীর্ঘ সাত মাস পৌর তহবিলে টাকা না থাকায় কর্মকর্তা-কর্মচারীরা বেতন পায়নি। শপথ গ্রহণের পর কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন দেয়ার ঘোষনা দেন মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।