১২:৪১ অপরাহ্ণ, এপ্রি ০৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর পৌর ১১ ও ১২ নং ওয়ার্ডকে ব্যক্তি উদ্যোগে অঘোষিত ‘লকডাউন’ করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্থানীয় লোকজন এ দুই ওয়ার্ডের বিভিন্নস্থানে সড়ক বন্ধ করে দেয়।
এছাড়া পৌর ৬ নং ওয়ার্ডের একটি এলাকা লকডাউন করে স্থানীয়রা।
মঙ্গলবার সন্ধ্যায় পৌর ১১ নং ওয়ার্ডের পলোয়ান মসজিদ নামক এলাকার ফরিদিয়া সড়কে বাঁশ বেঁধে দেয়। এতে আঞ্চলিক এ সড়ক দিয়ে চলাচলকৃত সিএনজি অটোরিক্সা ও ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধ হয়ে যায়। একই ওয়ার্ডের মুক্তিগঞ্জ এলাকার আঞ্চলিক সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এলাকাবাসী।
এলাকাবাসী বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাহিরের কোন লোক যেন এলাকায় ঢুকতে না পারে সেজন্য সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকাকে সুরক্ষা রাখতে নিজেদের উদ্যোগে আমরা ‘লকডাউন’ করে দিয়েছি। তবে প্রশাসনের উচিত পুরো জেলাকে লকডাউন করে দেওয়া।’
এদিকে, পৌর সভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর মীর শাহাদাত হোসেন রুবেল মঙ্গলবার রতে তাঁর ফেইসবুক পেজে দেওয়া এ স্ট্যাটাসে জানান, ১২ নং ওয়ার্ডে প্রবেশের প্রতিটা রাস্তা বন্ধ করা হয়েছে।
এলাকাবাসীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘এলাকায় সকলে সচেতন থাকুন, অন্যকে নিরাপদ রাখুন। অযথা আড্ডা ও আলাপচারিতা পরিহার করুন।’ জরুরী খাদ্য সহায়তার জন্য তার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলেছেন তিনি।
অন্যদিকে পৌর ৬ নং ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামে হ্যাপী সিনেমাহল সংলগ্ন একটি এলাকা ব্যক্তি উদ্যোগে লকডাউন করা হয়েছে।
১০:৫৬ অপরাহ্ণ, এপ্রি ১৪, ২০২১