• ঢাকা,বাংলাদেশ
  • রবিবার | ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৩০
  • আর্কাইভ

লক্ষ্মীপুর পৌরসভাতে পানি সরবরাহে যুক্ত হচ্ছে ২৬ কোটি টাকার প্রকল্প

১২:২৩ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০১৯

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে চতুর্থ ওয়াটার সাল্পাই প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।

বুধবার (১২জুন) বিকেলে প্রকল্প সংলগ্ন বাঞ্চানগর এলাকায় এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মো. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ্উদ্দিন টিপু।

বিশেষ অতিথি ছিলেন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এ কে এম রশিদ আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ্ , লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, পৌরসভার সচিব আলাউদ্দিন, পৌর নির্বাহী আবুল বাসার, উপ-সহকারী প্রকৌশলী সামছুল আলমসহ সকল ওয়াডের পুরুষ ও মহিলা কাউন্সিলরবৃন্দ।

পৌরসভা সূত্রে জানা যায়, ২৬ কোটি টাকা ব্যায়ে এই ওয়াটার সাল্পাই প্রকল্পের মাধ্যমে ১টি আয়রন ট্রিটমেন্ট প্লান্ট (পরিশোধন ক্ষমতা ৩০০ ঘনমিটার/ঘন্টায়), ৭টি প্রোডাকসন টিউবওয়েল, ৩৩ কি.মি. পাইপ লাইন, ৫০টি হ্যান্ড টিউবওয়েল, ৪০০০টি পানির মিটার, ১টি ওয়াটারহেড ট্যাংক। এর ধারন ক্ষমতা থাকবে ১,৫০,০০০ গ্যালন পানি। যাহা পৌরবাসীর মধ্যে সরবরাহ করা হবে।

লক্ষ্মীপুর পৌরসভায় বর্তমানে ৬ হাজার পানির গ্রাহক রয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে আরো ২ হাজার পৌরবাসী পানির সুবিধা ভোগ করবে।

এর আগে ভিত্তিপ্রস্থর স্থাপন করে দোয়া ও মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দেদ হাফেজ মাও: মহিউদ্দিন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com