৯:৩৭ অপরাহ্ণ, জানু ০২, ২০২১
নিজস্ব প্রতিবেদক : গ্রাহক প্রান্তে গিয়ে উঠান বৈঠক করেছে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি। শনিবার (২ জানুয়ারী) বিকেলে জেলার সদর উপজেলার পার্বতীনগর ইউপি কার্যলয় প্রাঙ্গণে আয়োজিত বৈঠকে গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং সমিতির কর্তৃক গ্রাহক সেবা নিয়ে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আবু তাহের।
এতে উপস্থিত ছিলেন পার্বতীনগর ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন আহম্মেদ ভূঁইয়া, পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) এলমান শাহ, সহকারী জেনারেল ম্যানেজার (ও এন্ড এম) মাহবুবুল আলম, ওয়ারিং পরিদর্শক মো. শফিকুল ইসলাম সরকার।
অন্যান্যের মধ্যে ছিলেন পার্বতীনগর ইউপি সদস্য মাইন উদ্দিন, গোলাম মাওলা, জাহাঙ্গীর আলম প্রমুখ।
বৈঠকে গ্রাহকদের মাঝে থেকে বিভিন্ন অভিযোগ শুনে তার সমাধানের আশ্বাস দেন সমিতির জিএম আবু তাহের।
৬:১৭ অপরাহ্ণ, জানু ২১, ২০২১