নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বুধবার সকালে সমিতির সদর দপ্তরের মূল ফটকে কয়েকটি ফলজ গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন সমিতির জেনারেল ম্যানেজার মো. শাহজাহান কবির।
এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার খান মোহাম্মদ বোরহান, সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) এনায়েত হোসেন, সহকারী জেনারেল ম্যানেজার (অপারেশন ও মেন্টেনেন্স) আতিকুর রহমান , সহকারী জেনারেল ম্যানেজার (অর্থ) রুহুল আমিনসহ সমিতির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পল্লীবিদ্যুৎ সমিতি সূত্র জানায়, বৃক্ষরোপন কর্মসূচির আওতায় সমিতির সদর দপ্তরসহ বিভিন্ন জোনাল অফিসে দেড় শতাধিক বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে।