২:১০ পূর্বাহ্ণ, মে ০২, ২০১৯
নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ’র মা হাসনা তুজ জাহারিয়া (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ৯.৩২ মিনিটে ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
তিনি তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘদিন যাবৎ হৃদরোগসহ বিভিন্ন প্রকারের বাধর্ক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। কর্মজীবনে একজন সৎ,নিষ্ঠাবান,পরিশ্রমী, উদ্যমী শিক্ষিকা ছিলেন হাসনা তুজ জাহারিয়া ।
তিনি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার বরুড়া পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হিসেবে কর্মজীবন শেষ করেন।
উল্লেখ্য যে,বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মরহুম আবু মোসলেম এর সহধর্মিনি ছিলেন। ২০০৬ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন আবু মোসলেম।
মঙ্গলবার বাদ জোহর বরুড়া টি এন্ডটি চৌরাস্থার নিজ বাড়িতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
পরে বাদ আসর একই উপজেলার কাসেড্ডা গ্রামের মরহুম মুসলেম মাস্টারের বাড়িতে ( শ্বশুরালয়ে ) দ্বিতীয় জানাজা শেষে স্বামীর কবরের পাশেই তাকে দাফন করা হয়। মরহুমার ছোট ছেলে মোহাম্মদ নাসরুল্লাহ এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, বার্ধক্যজনিত নানা সমস্যায় আক্রান্ত হলে গত ১৮ এপ্রিল হাসনা তুজ জাহারিয়াকে ঢাকা ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরে ডাক্তারের পরামর্শে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন।