২:৩৭ অপরাহ্ণ, সেপ্টে ২৭, ২০২০
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার লক্ষ্মীপুর জেলা শাখার শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে । শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভবানীগঞ্জ খাজা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মাঠে নির্বাচন অনুষ্ঠিত হয়।
দুপুর ২টায় নির্বাচন কমিশনার মাস্টার মো. ইউছুফ সভাপতি হিসেবে আবদুর রহিম ও সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল এর নাম ঘোষনা করেন।
নির্বাচন কমিশনার মাস্টার মো. ইউছুফ জানান, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার লক্ষ্মীপুর জেলা শাখার শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে মাওলানা আবদুর রহিম ৬৫ ভোট ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
তিনি আরও জানান, লক্ষ্মীপুর জেলায় ব্যানবেইসকৃত ১০৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৭টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেন।
৮:৪৬ অপরাহ্ণ, মার্চ ০৮, ২০২১
৮:২২ অপরাহ্ণ, মার্চ ০৮, ২০২১