• ঢাকা,বাংলাদেশ
  • রবিবার | ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ২:১৭
  • আর্কাইভ

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সম্মেলন স্থগিত, নেতাকর্মীরা হতাশ

২:৪৯ অপরাহ্ণ, ডিসে ১৩, ২০১৭

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ’র সম্মেলন স্থগিত করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর সম্মেলনের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল। আজ সন্ধার পর সম্মেলন স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।তবে তাঁদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্বস্ত একাদিক সূত্রে জানা যায়, ‘সাংগঠনিক’ কারণে সম্মেলন স্থগিত করা হয়েছে। এখবর জানার পর ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে হতাশা নেমে আশে।

এর আগে,লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আজ (১১ ডিসেম্বর) সোমবার বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ ছাত্রলীগের নিজস্ব ওয়েব পোর্টালে একটি প্রেস বিজ্ঞপ্তির দিয়ে বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান , বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, লক্ষ্মীপুর জেলা শাখাকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আগামী ২৩ ডিসেম্বর ২০১৭ ইং, শনিবার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com