১:১০ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় আম্ফান প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে রবিবার বিকেলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারির সময় উপকূলবাসীর জন্য এটা আরো বিপদ হয়ে আসছে। এ জন্য জেলা প্রশাসন থেকে ২০০টি ঘূর্ণিঝড় আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে।
মানুষ যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে আশ্রয় কেন্দ্রগুলোতে থাকতে পারে সে ব্যবস্থা করা হবে।
এ ছাড়া গবাদি পশুর জন্য আলাদাভাবে আশ্রয় ও তাদের জন্য ও খাবার ব্যবস্থা রাখা হবে বলে জানান জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। ঘূর্ণিঝড় আম্ফান প্রতিরোধে পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে বলে জানান তিনি।
জেলা ২ টি ও প্রতিটি উপজেলায় হটলাইন চালু করা হয়েছে। দুর্যোগ পরবর্তী সময়ে রাস্তাঘাট ও বিদ্যুৎ ব্যবস্থা ঠিক রাখার জন্য ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগ প্রস্তুতি নিচ্ছে।