• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | বিকাল ৫:৩৪
  • আর্কাইভ

লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার উদ্যোগে মাহফিল

৭:০৫ অপরাহ্ণ, নভে ১৩, ২০১৯

লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা এবং পৌর ১০ ও ১১ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল আগামী শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হবে।

পৌর ১০ নং ওয়ার্ডস্থ এলজিইডি অফিসের বিপরীত পাশে অনুষ্ঠিতব্য মাহফিলে প্রধান তাফসিরকারক হিসেবে বয়ান করবেন চট্রগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল (স:) সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী।

বিশেষ তাফসিরকারক হিসেবে থাকবেন ঢাকা সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ আহমাদ আনসারী, বিটিভি ও এটিএন বাংলার ধর্মীয় আলোচক ও গবেষক হযরত মাওলানা আবুল হোসাইন মোল্লা, লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার সাবেক আরবী লেকচারার ও আরটিভি এবং চ্যানেল নাইন এর ধর্মীয় আলোচক হযরত মাওলানা নজরুল ইসলাম আশ্রাফী প্রমুখ।

লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার চেয়ারম্যান ও চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা মো. জসিম উদ্দিনের পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে মাহফিলের সভাপতিত্ব করবেন স্থানীয় সমাজসেবক মনোয়ার হোসেন মানিক পাটওয়ারী।

অনুষ্ঠিতব্য মাহফিলে যোগদানের জন্য আহ্বান জানান এন্তেজামিয়া কমিটি। (সংবাদ বিজ্ঞপ্তি)

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com