৪:৩৭ অপরাহ্ণ, নভে ০১, ২০২০
নিজস্ব প্রতিবেদক : পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে লক্ষ্মীপুরের রায়পুরে চার সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রায়পুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল খোকন এ মামলা দায়ের করেন। এতে লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক বাংলার মুকুল পত্রিকার সম্পাদক ও প্রকাশক একেএম মিজানুর রহমান মুকুল, নির্বাহী সম্পাদক আফরোজা আক্তার রাঙা, স্থানীয় সাংবাদিক এস এন উদ্দিন রিয়াদ ও জহিরুল ইসলাম টিটুকে আসামী করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, পৌর মেয়র ইসমাইল খোকন বাদি হয়ে থানায় চার জনের বিরুদ্ধে মামলা করেছে। মামলাটির তদন্ত চলছে।
জানা গেছে, গত ২৮ অক্টোবর দৈনিক বাংলার মুকুল পত্রিকায় ‘রায়পুরে ডাকাতিয়া নদী এখন খোকন ডাকাতের কবলে’ শিরোনাম সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে রায়পুর পৌর মেয়র মো. ইসমাইল খোকন চার সাংবাদিকদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
এ ব্যাপারে বাংলার মুকুল পত্রিকার সম্পাদক একেএম মিজানুর রহমান জানান, সংবাদে ভুল বশত; ডাকাত শব্দটি প্রিন্ট হয়েছে। সে কারনে পরদিন ২৯ অক্টোবর পত্রিকায় সংশোধনী দেয়া হয়েছে। এতে আমরা দু:খ প্রকাশ ও ক্ষমা চেয়েছি। তারপরও মামলা করা হয়েছে। এটা ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক।
এদিকে চার সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় লক্ষ্মীপুর এবং রায়পুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে প্রতিবাদের ঝড় উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিকেরা। অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।