৩:২৩ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৯
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে ৩শ’ পিস ইয়াবাসহ আকবর হোসেন খোকন (৪৯) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (২২ জুন) দুপুরে জেলার চররুহিতা ইউনিয়নের রৌশন আলি বেপারির বাড়িতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে ।
আটক আকবর হোসেন খোকন ওই এলাকার আনোয়ারুল হকের ছেলে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মোহাম্মদ সোলাইমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা খোকনকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত খাটের তোষকের নিচ থেকে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়
৯:৩২ অপরাহ্ণ, জানু ১৮, ২০২১