• ঢাকা,বাংলাদেশ
  • মঙ্গলবার | ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:০৭
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে ১৮ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

৬:২৬ অপরাহ্ণ, ডিসে ০৯, ২০১৮

মেরাজ চৌধুরী :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় আসনের ১৮জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রবিবার (০৯ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার  করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) জাকির হোসেন মোল্লা (জাতীয়পার্টি), সাহাবুদ্দিন তুর্কি (স্বতন্ত্র), হারুনুর রশিদ (বিএনপি), মাহবুব আলম (স্বতন্ত্র), এম এ গোফরান (জেএসডি)।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) মো.হারুনুর রশিদ (বিএনপি), এম এ ইউছুপ (জেএসডি), সৈয়দ বেলায়েত হোসেন বেলাল ( জেএসডি), রুহুল আমিন ভূঁইয়া (স্বতন্ত্র), শাহ আহমদ বাদল (গণ ফোরাম)।

লক্ষ্মীপুর-৩ আওম শফিক উল্লাহ (গণ ফোরাম), গোলাম ফারুক পিংকু (আওয়ামীলীগ), এম এ সাত্তার (স্বতন্ত্র), মোহাম্মদ উল্লাহ (বাংলাদেশ মুসলিমলীগ), সাহাবুদ্দিন সাবু (বিএনপি), সৈয়দ বেলায়েত হোসেন বেলাল (জেএসডি)।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) মোহাম্মদ আব্দুল্লাহ ( আওয়ামীলীগ), মাহমুদা বেগম (স্বতন্ত্র) মনোননয়নপত্র প্রত্যাহার করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com