নিজস্ব প্রতিবেদকঃ যথাযোগ্য মর্যাদায় লক্ষ্মীপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) সূর্যদোয়ের সঙ্গে সঙ্গে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়। পরে মুক্তিযুদ্ধে স্মৃতিফলক ও গণকবরে পুষ্পার্ঘ্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
পর্যায়ক্রমে লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, জেলা পুলিশ সুপার ড. এইচএম কামরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণি-পেশার মানুষ পুষ্পার্ঘ্য অর্পন করে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। এসময় শহরের বাগবাড়ীস্থ গণকবরে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন শেষে বিভিন্ন সংগঠনের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়।
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী এবং মহান স্বাধীনতা উপলক্ষে শহিদ মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ।