১০:১৫ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৮
নিজস্ব প্রতিনিধি :লক্ষ্মীপুর সম্পাদক ও প্রকাশক পরিষদ ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এবং এসএ টিভি’র লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আবদুস সহিদের বাবা আবদুর রব বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে….রাজেউন)।
বৃহস্পতিবার (২৯শে মার্চ) সন্ধ্যা তিনি ইন্তেকাল করেন । মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের বাসিন্দা।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)র সাবেক গুদাম রক্ষক ছিলেন। মৃত্যুকালে দুই মেয়ে ও এক ছেলে রেখে যান। তার জানাযার সময় নির্ধাারণ করা হয়নি।
বার্ধক্য জনিত কারনে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। সবশেষ বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে চিকিৎসা শেষে লক্ষ্মীপুর আসার পথে সন্ধ্যায় কুমিল্লায় তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের ও লক্ষ্মীপুর সম্পাদক ও প্রকাশক পরিষদ এর সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, লক্ষ্মীপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আলী হোসেন, কমলনগর প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান।
এছাড়া লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক কালের প্রবাহ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও লক্ষ্মীপুর সম্পাদক ও প্রকাশক পরিষদ এর কোষাধ্যক্ষ কাজী মাকছুদুল হকসহ জেলার কর্মরত সংবাদকর্মীরা শোক প্রকাশ করেন।