১২:৪৮ অপরাহ্ণ, আগ ৩০, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা শহরের শ্রী শ্রী শ্যাম সুন্দর জিউ মন্দিরে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এড. জহর লাল ভৌমিক।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি শংকর মজুমদার।
প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা এড. শৈবাল কান্তি সাহা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে জেলার ৫টি উপজেলার তিন স্তরে উত্তীর্ণ মোট ৪৫ জন শিক্ষার্থী গীতা পাঠ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগীতাকারীদের মধ্যে থেকে উত্তীর্ণ ৯জন পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দু-বোদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের লক্ষ্মীপুর জেলা সভাপতি এড. রতন লাল ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ, হিন্দু-বোদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক স্বপন দেব নাথ, জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি এড. প্রিয় লাল নাথ, বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক এড. প্রহলাদ সাহা রবি, পূজা উদযাপন পরিষদের রামগতি উপজেলা সভাপতি উদয়ন মজুমদার, রায়পুর উপজেলা সভাপতি অধ্যাপক হিতেন্দ্র চৌধুরী, রামগঞ্জ উপজেলা সভাপতি যুগল প্রসাদ বণিক, চন্দ্রগঞ্জ থানা সভাপতি বাদল মজুমদার বাপ্পী, কমলনগর উপজেলা সভাপতি মানিক মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গীতা পাঠ প্রতিযোগীতার উপ-কমিটির জেলা আহ্বায়ক এড. মাখল লাল সাহা, সঞ্চালক ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক শিমুল সাহা।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩