২:৪৫ অপরাহ্ণ, জানু ০৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের শীতার্ত নারী-পুরুষের মাঝে ৮ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। পৌর মেয়র আবু তাহেরের নিজস্ব অর্থায়নে রবিবার সকালে শহরের আদর্শ সামাদ মাঠে প্রধান অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান দুঃস্থদের হাতে এসব কম্বল তুলে দেন।
প্রাথমিক পর্যায়ে সেখানে উপস্থিত এক হাজার সাতশ’ লোকের মাঝে কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্নস্থানে দুঃস্থ অসহায়দের মাঝে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে কম্বল তুলে দেওয়া হবে।
বিতরণ উপস্থিত ছিলেন পৌর মেয়র এমএ তাহের, লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল্যাহ, পৌর কাউন্সিলর কামাল উদ্দিন খোকন, আবুল খায়ের স্বপন, মোহাম্মদ আলী, আনোয়ার হোসেন শাহী ও জাহিদুজ্জামান রাসেল প্রমুখ।
৯:৩২ অপরাহ্ণ, জানু ১৮, ২০২১
৯:২০ অপরাহ্ণ, জানু ১১, ২০২১