১:৪৮ অপরাহ্ণ, নভে ২৬, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে শাশুড়ি জাকেরা বেগমকে হত্যার দায়ে পুত্রবধূ শারমিন আক্তারসহ চারজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় দেন। মৃত জাকেরা বেগম সদর উপজেলা তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রবাসী রুহুল আমিনের স্ত্রী ছিলেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাদের ফাঁসির আদেশ দিয়েছেন।
ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত অপর আসামিরা হলেন- সদর উপজেলার কালিবৃত্তি গ্রামের মৃত তরিক উল্যার ছেলে মো. জামাল, মো. নাজিম ও আন্দার মানিক গ্রামের মো. হোসেনের ছেলে জসিম উদ্দিন। রায়ের সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৪ জুলাই দিবাগত রাতে আসামিরা জাকেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় পরদিন জাকেরার দেবর খুরশিদ আলম বাদী হয়ে চারজনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা করেন। এরপর থেকেই আসামিরা পলাতক। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে এ রায় দেন।