৪:৩১ অপরাহ্ণ, এপ্রি ০৫, ২০২১
নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণের ২য় ঢেউ রোধে ৭ দিনের ডাকা লকডাউনের ১ম দিনে সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে লক্ষ্মীপুরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। একই সাথে বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে।
তবে খাবার এবং ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দোকানগুলো খোলা ছিলো। রাস্তা-ঘাট এবং হাটবাজারে মানুষের উপস্থিতি ছিলো একেবারে কম। মহাসড়ক সহ আঞ্চলিক সড়কে পণ্যবাহী যান চলাচল কিছুটা স্বাভাবিক ছিলো। তবে লকডাউনের আগের দিন শনি এবং রোববার হাট বাজার, অফিস ও বাসকাউন্টারগুলোতে লোকজনের উপচেপড়া ভীড় দেখা গেছে। কোন ধরণের স্বাস্থ্যবিধি না মেনেই তারা ভীড় জমিয়েছে।
এদিকে করোনা ভাইরাস রোধে জন সচেতনতায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
সোমবার সকালে এবং দুপুরে জেলা শহর ঘুরে দেখা গেছে, শহরের নিত্যাপ্রয়োজনীয় দোকান ছাড়া অন্যসব দোকানপাট বন্ধ রয়েছে। এছাড়া শপিংমলগুলোও বন্ধ থাকতে দেখা গেছে।
রাস্তায় জনসাধারণের উপস্থিতি ছিলো একেবারে কম। সরকারী, বেসরকারী এবং স্বায়ত্তশাসিত অফিস খোলা থাকলেও সেবাপ্রার্থীদের উপস্থিতি তেমন একাট ছিলো না।