৯:৪০ অপরাহ্ণ, জানু ১০, ২০২০
নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরে ক্ষণগণনা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রম উদ্বোধনের পর লক্ষ্মীপুর জেলা কালেক্টরেট প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে ক্ষণগণনা কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুুুরী নয়ন, পৌরসভার মেয়র আবু তাহের সহ আরও অনেকে।
এর আগে বিকাল ৩টা থেকে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে এল.ই.ডি পর্দায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন ভাষণ ও স্বদেশ প্রত্যাবর্তনের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
এছাড়াও শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৩:১০ অপরাহ্ণ, জানু ২৬, ২০২১