৪:২৭ অপরাহ্ণ, নভে ১৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে করোনাভাইরাস প্রতিরোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ‘মাস্ক পরুন, সেবা নিন’ শীর্ষক প্রচারণা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি পালনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের চকবাজার এলাকাসহ বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম ২৬ জনকে একশ টাকা করে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক বলেন, করোনাভাইরাসের সংক্রমণ কমাতে জনগনকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে লক্ষ্মীপুর শহরের বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। এ সময় মাস্ক ব্যতিত চলাচল করায় পথচারীসহ ২৬ জনকে জরিমানা করা হয়েছে।
এর আগে বুধবার বিকেলে শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে আরও ১৩ জনকে একশ টাকা করে টাকা জরিমানা করে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বনি আমিন।
১০:৫৬ অপরাহ্ণ, এপ্রি ১৪, ২০২১