• ঢাকা,বাংলাদেশ
  • শনিবার | ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:০২
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিভিন্ন মেয়াদে জেল জরিমানা 

১:১১ পূর্বাহ্ণ, মে ১১, ২০১৮

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে র‌্যাব-১১ মাদক বিরোধী অভিযানে মদের পাট্টার স্বত্বাধিকারী   এ্যাড. কিশোর কুমারসহ ৮ মাদক সেবনকারীকে আটক করেছে।

বৃহস্পতিবার (১০মে) রাতে পৌর শহরের উত্তর তেমুহনী এলাকায় এবং এর আগে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রবাসী সোলেমান সেলিম, কাউছার, আলম, হারাধন চন্দ্র, প্রদীপ, আবদুর রহমান, আবুল কালাম ও ছৌগির উদ্দিন সহ তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃত ৭ জনকে বিভিন্ন মেয়াদে জেল প্রদান ও পাট্টার স্বত্বাধিকারী ( মাদক বিক্রেতা) কিশোর কুমারের ১০ হাজার টাকা এবং প্রবাসী সোলেমান সেলিমের ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: খবিরুল আহসান। পরে সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কমান্ডার নরেশ চাকমা জানান, মাদকের বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে পৌর শহরের উত্তর তেমুহনী সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রির দায়ে ওই ৯ মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃদের বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত র‌্যাবের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com