• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৩:৪৬
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস উদযাপিত

৩:৪৬ অপরাহ্ণ, ডিসে ১৬, ২০১৮

লক্ষ্মীপুর প্রতিনিধি : বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও উদযাপিত হচ্ছে ৪৭তম মহান বিজয় দিবস।

মহান দিবসটি উপলক্ষে রোববার (১৬ ডিসেম্বর ) সকাল ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে ঝুমুর এলাকায় বিজয় চত্বর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

এরপর বিজয় চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ অর্পন করেন পর্যায়ক্রমে পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পন করেন।

এর পর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পন করতে খুলে দেয়া হয় সাধারণ মানুষের জন্য। পরে সকাল ৬টা ৪৫মিনিটে শহরের বাগবাড়িস্থ গণকবরে পুষ্পার্ঘ অর্পন শেষে শহীদদের রুহের মাঘফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাজাহান আলি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ সর্বস্তোরের মানুষ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com