১০:১৪ অপরাহ্ণ, জুলা ১৪, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : সনদ ছাড়াই চিকিৎসা দেওয়ার অভিযোগে এম.এ. নাঈম নামে এক ব্যাক্তিকে আটক করেছে র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প।
রবিবার (১৪ জুলাই) বিকেলে জেলার সদর উপজেলার জকসিন বাজার এলাকার মেসার্স কাজী ফার্মা থেকে তাকে আটক করা হয়েছেন৷ এ সময় তিনি সেখানে রোগী দেখছিলেন।
পরে আটককৃত ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়েল নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: খবিরুল আহসান।
র্যাব জানান, দীর্ঘদিন থেকে নাঈম সনদ ছাড়াই রোগীদের সকল ধরণের চিকিৎসা দিয়ে আসছেন। এমন সংবাদের সত্যতা পাওয়ায় তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠায়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট মো: খবিুরুল আহসান বলেন, ভুয়া রেজিষ্ট্রেশন নাম্বার ব্যবহার ও সনদ ছাড়াই বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩