৮:১৭ অপরাহ্ণ, ফেব্রু ১৫, ২০২৩
নিজস্ব প্রতিনিধি:
লক্ষ্মীপুরে এনামুল হক নামে এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। বুধবার ( ১৫ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের আমান উল্ল্যাহপুর এলাকায় ক্ষতিগ্রস্থ এমদাদ হোসেনের পরিবারের পক্ষে সচেতন এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে ক্ষতিগ্রস্থ ছোট ভাই এমদাদ, তার মামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
অভিযুক্ত এনামুল হক ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে ও এক্সিম ব্যাংকের এপিপি পদে চাকুরি করেন। ক্ষতিগ্রস্থ এমদাদ তাঁর আপন ছোট ভাই।
মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করে বলেন, এমদাদ পরিবারের সবাইকে নিয়ে মিলে মিশে থাকতে চাইলেও তার ভাই এনামুল তাকে বিভিন্নভাবে হয়রানি করছেন। এর আগে এনামুল তাঁর মা ও বোনকে ভুল বুঝিয়ে একটি মামলা দিয়ে এক মাসেরও বেশি সময় এমদাদকে জেল হাজতে পাঠানোরও অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, অর্থের দাপটে এনামুল তার ছোট ভাই এমদাদকে হয়রানি করছে।
এমদাদ বলেন, তাঁর বড় ভাই এনামুল হক সাবেক পুলিশ সদস্য স্থানীয় কামরুল হাসান ফিরোজের প্ররোচনায় তার সাথে চরম অন্যায় করছে। এসময় তাঁকে পৈত্রিক সম্পত্তি থেকেও বঞ্চিত করেছেন বলেও অভিযোগ করেন এমদাদ।
মানবন্ধনে বক্তারা ন্যায় বিচার ও এমন ভাইয়ের অন্যায় অবিচারের হাত থেকে মুক্তির দাবি জানান।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩