• ঢাকা,বাংলাদেশ
  • রবিবার | ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ২:১৯
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে বুলবুলে ক্ষতিগ্রস্তরা পেল চাল-ঢেউটিন

৭:৩৫ অপরাহ্ণ, নভে ১২, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থদের মাঝে জিআর চাউল ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামে ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে এ সব অনুদান দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল।

ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার বনি আমিন, উপজেলা ত্রাণ ও পুনবার্সন কার্যালয়ের সহকারী প্রকৌশলী আরিফুর রহমান খান প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের সচিব, মেম্বারসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এসময় ইউএনও চাঁদখালী গ্রামের মৃত আবদুর ছাত্তারের পুত্র আবুল কালামের হাতে ২ বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকার চেক ও ৬০ কেজী জিআরও চাউল তুলে দেন। উল্লেখ যে, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে আবুল কালামের বসতঘর পড়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, বুলবুলের আঘাতে ক্ষতিগ্রন্থ সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের জন্য ৩ টন, চরশাহী ইউনিয়নের জন্য ২ টন, টুমচর ইউনিয়নের জন্য ১ টন, লাহারকান্দি ইউনিয়নের ২ টনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৪০ টন জিআর চাউল বরাদ্দ ে দেয়া হয়েছে।

এর আগে শনিবার রাতে চর রমনী মোহন ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আগতদের মাঝে ৮ শত প্যাকেট শুকনো খাবার বিতরণ করে উপজেলা প্রশাসন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com