৬:৫৮ অপরাহ্ণ, নভে ১৬, ২০১৯
প্রবাহ আনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরে বিচার বিভাগীয় বার্ষিক সম্মেলন-২০১৯ অনুষ্টিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. শাহেনূর।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. সিরাজদৌলাহ কুতুবী, জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুমিনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফেরদৌস উজ জামান, র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প এর কোম্পানি অধিনায়ক আবু সালেহ, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন, আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম হুমায়ুন কবির, জেলা প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদারসহ সংশ্লিষ্টরা।
সভায় বিজ্ঞ বিচারকগণ তাদের দায়িত্বপ্রাপ্ত বিভাগের পরিসংখ্যান ও কার্যক্রম পরিচালনায় সমস্যাগুলো তুলে ধরেন। পরে সম্মেলনের সভাপতি সেগুলো সমাধানে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সাম্প্রতিককালে প্রণীত সড়ক পরিবহণ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সম্পর্কে আলোচনা করা হয়। তাছাড়া লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন কার্যক্রম ভিডিও ডকুমেন্টরী প্রদর্শন করেন লিগ্যাল এইড অফিসার ফাহাদ বিন আমিন চৌধুরী।
এদিকে অনুষ্ঠানের শুরুতে ২০০৫ সালের ১৪ নভেম্বর জঙ্গিদের বোমা হামলায় নিহত ঝালকাঠির সিনিয়র সহকারি জজ জগন্নাথ পাড়ৈ ও সোহেল আহমেদের স্বরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩