৫:৩৩ পূর্বাহ্ণ, অক্টো ১১, ২০১৭
নিজস্ব প্রতিনিধি:
লক্ষ্মীপুরে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের পুরাতন আদালত এলাকার একটি চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন-সদর থানা যুবদলের সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরণ, লক্ষ্মীপুর পৌর যুবদলের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন ভুলু, সহ-সাধারণ সম্পাদক ফিরোজ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জামালসহ ১৫ নেতাকর্মী।
লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন জানান, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১৫ নেতাকর্মীদের পুলিশ আটক করেছে।