• ঢাকা,বাংলাদেশ
  • বৃহস্পতিবার | ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৩:৫৫
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

৪:৫১ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৩

নিজস্ব প্রতিনিধি:
কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক ও জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সকালে প্রেসক্লাবের হলরুমে এ আয়োজনে জেলার রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক সংগঠন, শিক্ষক, চিকিৎসক, আইনজীবি ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলালের সভাপতিত্বে পত্রিকাটির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ ও সদর একাংশের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া , সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা বিএনপির প্রতিনিধি জেলা যুবদল সভাপতি রেজাউল করিম লিটন, জেলা আইনজীবি সমিতির সভাপতি আহম্মদ ফেরদৌস মানিক, ইসলামী আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা লোকমান ফরায়েজী, বিএম এ জেলা সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন।

আলাচনাসভায় বক্তারা পত্রিকাটির বস্তুনিষ্ঠতা ও সাহসী সংবাদ পরিবেশনার ভূয়োসী প্রশংসা করন। এসময় সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের আরো সফলতা ও সমৃদ্ধি কামনা করন।

এসময় অন্যান্যর মধ্য আরো ছিলেন, পৌর আওয়ামীলীগ সভাপতি সৈয়দ আহমদ পাটৌয়ারী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাবক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সহ-সভাপতি জানাতুল ফেরদৌস নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক ফিরোজ উদ্দিন হাওলাদার, সাংবাদিক আজিজুর রহমান আজম, আবু জাকের রাবেত, মো.জহির উদ্দিন, এ বিএম নিজাম উদ্দিন, জাহাঙ্গীর হোসেন লিটন, কামালুর রহিম সমর, কাজী মাকছুদুল হক, মীর ফরহাদ হোসেন সুমন, মুস্তাফিজুর রহমান টিপু, নজরুল ইসলাম দিপু, নাজিম উদ্দিন রানা, রবিউল ইসলাম, আনায়ারের রহমান বাবুল, আনিস কবির, সোহেল রানা, পলাশ সাহা, নুর আহমদ মিলন, বিএম সাগর, জহিরুল ইসলাম শিবলু, ফরহাদ হোসেন, রাকিব হোসেন, হাসান মাহমুদ শাকিল, কিশোর কুমার দত্ত, ডালিম কুমার দাস টিটু, তসলিমুল ইসলাম, সুমন দাস, সাফায়েত সাকিব, মহি উদ্দিন রবিন, কাজী মোরশেদ, বন্ধু প্রতিদিনের জেলা আহবায়ক রিয়ান প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com