৪:৫৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১
নিজস্ব প্রতিবেদক : মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে লক্ষ্মীপুরে শুরু হয়েছে বঙ্গবন্ধু ক্রিকেট লীগ- ২০২১ইং।
রবিবার (২১ মার্চ) সকালে জেলা স্টেডিয়াম মাঠে উদ্বোধনী ম্যাচ খেলেন চৌরাস্তা ক্লাব ও রামগতি উপজেলা ক্রীড়া সংস্থা। মাচে ২৯ ওভারে ১০৮ রান করে রামগতি স্পোটিং ক্লাব। জবাবে ১০৯ রানের টার্গেটে খেলতে নেমে চৌরাস্তা ক্লাব এক উইকেটে জয়লাভ করে।
উদ্বোধনী ম্যাচ উপভোগ করেন, ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চৌরাস্তা ক্লাবের সভাপতি সাইফুল হাসান রনি, লক্ষ্মীপুর ক্লাবের ব্যবস্থাপক সৈয়দ নুরুল আজিম বাবর, বাগবাড়ী ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম ভূলু ও চৌরাস্তা ক্লাবের ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন জসিমসহ প্রমুখ।
এর আগে গত বুধবার (১৭ মার্চ) বিকেলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু ক্রিকেট লীগ উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। লীগে মোট ১৬টি দল অংশ নেয়।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩