১০:১১ অপরাহ্ণ, সেপ্টে ২৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লক্ষ্মীপুরে শঙ্খধ্বনী এবং উলুধ্বনী প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার লক্ষ্মীপুর শহরের শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ আখড়ায় অনুষ্ঠিত শঙ্খধ্বনী প্রতিযোগিতায় প্রথম হয়েছে মিলি রানী দাস, দ্বিতীয় সুমি রানী সাহা এবং তৃতীয় হয়েছেন বীনা রানী কর।
উলুধ্বনী প্রতিযোগীতা প্রথম স্থান অর্জন করেছেন জেলা সদরের কনিকা রানী দাস, দ্বিতীয় হয়েছেন রায়পুরের নূপুর মহাজন এবং তৃতীয় হয়েছেন রামগতির মীরা মজুমদার। পরে প্রতিযোগীদের মাঝে সনদ বিরতণ করা হয়।
সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর মজুমদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য এড. জহর লাল ভৌমিক, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রতন লাল ভৌমিক, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, জেলা পূজা উদযাপন পরিষদের জেলা সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দেবনাথ, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য শৈবাল কান্তি সাহা, জেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা ও সাধারণ সম্পাদক প্রহলাদ সাহা রবি প্রমুখ। প্রতিযোগিতায় বিজয়ীদের বই দিয়ে পুরস্কৃত করা হয়েছে।
৮:৪৬ অপরাহ্ণ, মার্চ ০৮, ২০২১
৮:২২ অপরাহ্ণ, মার্চ ০৮, ২০২১