১:০২ অপরাহ্ণ, জানু ২৪, ২০১৯
স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান রুবেল নামে এক শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুর সড়ক ও জনপথ কার্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রুবেল লক্ষ্মীপুর পোরসভার ১২ নম্বর ওয়ার্ড লাহারকান্দি এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে। তিনি দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রুবেল মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর শহরে যাচ্ছিলেন। এসময় সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে পৌঁছালে একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে তিনি পড়ে যান। এসময় পিকআপের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে হেলমেট থাকায় মাথাটি একবারে পিশে যায়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার পর থেকেই চালক পলাতক রয়েছে। পিকআপ ভ্যানটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে পিকআপটির রেজিষ্ট্রেশন নাম্বারসহ কোন কাগজপত্র পাওয়া যায়নি।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩