৬:৩৮ অপরাহ্ণ, নভে ১৪, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মাহফুজুর রহমান সোহেল নামের স্থানীয় এক যুবলীগ নেতার উদ্যোগে বৃহস্পতিবার পৃথক দুইটি প্রাথমিক বিদ্যালয়ের ১২৪ জন শিক্ষার্থীর মাঝে একটি ফাইল ও একটি কলম দেওয়া হয়।
জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার ফরিদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫২ জন শিক্ষার্থী এবার আসন্ন পিএসসি পরীক্ষায় অংশ নেবে। বৃহস্পতিবার তাদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পৌর ১১ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান সোহেল তাদের প্রত্যেকের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার, সহকারী শিক্ষিকা সুফিয়া বেগম, রাশেদা আক্তার, জোবেদা আক্তার, মনিকা চক্রবর্তী সহ পরীক্ষার্থীদের অভিভাবকরা।
এদিন বিকেলে উত্তর লাহারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৭২জন পিএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ দেওয়া হয়।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩