১১:৪৯ অপরাহ্ণ, জুন ০৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে একদিনে পৃথক ঘটনায় চারজন মারা গেছেন। এরই মধ্যে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর। বজ্রপাতে মৃত্যু হয়েছে আরও এক শিশুসহ দু’জনের।
রবিবার (৭ মে) সকালে জেলার রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের চর ডাক্তার গ্রামে পানিতে ডুবে মারা গেছে রহিমা (৬) ও নুহা (৫) নামে দুই শিশু। তারা দুইজনই স্থানীয় একটি মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী।
পরিবারের লোকজন জানায়, রাহিমা ও নুহা দু’জনেই পুকুর পাড়ে খেলতে গিয়ে লোকজনের অগোচরে পানিতে পড়ে ডুবে যায়। তাদের দেখতে না পেয়ে বিভিন্নস্থানে খোঁজ করে স্বজনেরা। পরে বাড়ির পুকুরে তাদের দু’জনের মৃতদেহ ভেসে উঠে। বাড়ির লোকজন সেখান থেকে মৃতদেহগুলো উদ্ধার করে।
রহিমা চর ডাক্তার গ্রামের করিম পাটওয়ারী বাড়ির সিরাজের মেয়ে এবং নুহা একই বাড়ির আলাউদ্দিনের মেয়ে।
একই দিন বিকেলে জেলার সদর উপজেলার বশিকপুর এবং জেলার কমলনগরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বশিকপুর ইউনিয়নের শেরপুর গ্রামের কাজী বাড়ির মৃত হোসাইন আহম্মদের ছেলে মো. সুমন (৩২) পুকুর থেকে বালু তুলতে পাশ্ববর্তী গ্রাম সোনাপুরে যান। ড্রেজার মেশিন দিয়ে বালু তোলার সময় বজ্রপাতে মারা যান তিনি।
এছাড়া জেলার কমলনগরে মহিন নামের এক শিশু বজ্রপাতে মারা গেছে। বিকেলে বৃষ্টি আসার লক্ষণ দেখা দিলে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে ছাগলসহ মারা যায় সে। মহিন ওই এলাকার মো. হাসেমের পুত্র। সে উত্তর চরবসু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিলো।