• ঢাকা,বাংলাদেশ
  • শুক্রবার | ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৪:৩৪
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে নিখোঁজ তারেকের সন্ধান চায় পরিবার

৭:১২ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৯

প্রবাহ ডেস্ক :

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে মোঃ তারেক (১৫) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন । তার সন্ধান না পেয়ে উদ্ধিগ্ন পরিবার।তারেক সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের সাহাব উদ্দিনের ছেলে।

বুধবার (২৬ জুন) ওই ইউনিয়নের চিলাদি গ্রামের ডিলারর বাড়ি থেকে চন্দ্রগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয়।

এবিষয়ে সাহাব উদ্দিন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

স্বজনরা জানায়, বুধবার সকালে তারেক বাড়ি থেকে চন্দ্রগঞ্জ বাজারে যাওয়ার জন্য বের হয়েছিল। দুপুর পর্যন্ত তার কোন খবর না পেয়ে স্বজনরা খোঁজাখুজি করে। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

এরপর থেকে আত্মীয়-স্বজনদের বাড়িতেও তার খোঁজ মেলেনি। তারেকের গায়ের রং উজ্জল শ্যামলা।উচ্চতা ৪ফুট ৮ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার গায়ে নীল শার্ট ছিল। তিনি লক্ষ্মীপুরের আঞ্চলিক ভাষায় কথা বলেন।

তার সন্ধান পেলে তাকে পরিবারে পৌঁছে দিতে ০১৭৯৫-২৫১৭১০ নম্বরে যোগাযোগ করতে  অনুরোধ করেন তার বাবা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com