• ঢাকা,বাংলাদেশ
  • শুক্রবার | ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:১৫
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে নিখোঁজ আমেরিকান প্রবাসী

৭:২৩ অপরাহ্ণ, আগ ১০, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে শাহাদাত হোসেন (২৮) নামে এক আমেরিকান প্রবাসীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গেল বৃহস্পতিবার (৮ আগস্ট) তিনি নিখোঁজ হন বলে দাবি পরিবারের।

এ ঘটনায় তার বড় ভাই ইমাম হোসেন লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শনিবার (১০ আগস্ট) বিকেল পর্যন্ত দুই দিনেও কোথাও সন্ধান মেলেনি শাহাদাতের।

জানা গেছে, শাহাদাত সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আবুল কালাম পাটওয়ারীর ছেলে। তিনি আমেরিকার নিউইয়র্কের একটি সুপার শপে কাজ করতেন। গত ২১ জুলাই তিনি ছুটিতে লক্ষ্মীপুর আসেন।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে শাহাদাত লক্ষ্মীপুর বাজারে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। দুপুর ১টার দিকে মোবাইলফোনে তার সঙ্গে বড় ভাই ইমামের কথা হয়। তখন শাহাদাত দালাল বাজার ছিলেন। এরপর থেকে তার মোবাইলফোন বন্ধ হয়ে যায়। সম্ভাব্য ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খুঁজেও তাকে পাওয়া যায়নি। এতে পরিবারের লোকজন দুঃশ্চিন্তায় রয়েছে। সুস্থ অবস্থায় তাকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন পরিবারের লোকজন।

শাহাদাতের বড় ভাই ইমাম হোসেন বলেন, ‘দুই দিন ধরে আমার ভাইকে খুঁজে পাচ্ছি না। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে টি-শার্ট ও জিন্স প্যান্ট ছিল। তার গায়ের রং ফর্সা।’

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, ‘শাহাদাতের নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাকে খুঁজে পেতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com