৪:১১ অপরাহ্ণ, জানু ১৫, ২০১৮
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সঙ্গে জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান ও জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, এসময় জেলার বিভন্ন সমস্যা এবং সম্ভাবনার বিষয়ে সাংবাদিকরা বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক উল্লেখিত বিষয় গুলোর ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
গত ১০ জানুয়ারি অঞ্জন চন্দ্র পাল লক্ষ্মীপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।