২:০০ পূর্বাহ্ণ, ফেব্রু ০৮, ২০১৮
নিজস্ব প্রতিবেদক : ৮ ফেব্রুয়ারী খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে লক্ষ্মীপুরে নাশকতাসহ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। (৭ ফেব্রুয়ারী) বুধবার বিকাল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
তিনি জানান, জেলার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে তারা লক্ষ্মীপুরে পৌঁছে গেছে। সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন স্থানে টহল দিবে বলেও জানান জেলা প্রশাসক। তিনি আরো জানান,যে কোন নাশকতা রোধে সতর্ক রয়েছে নিরাপত্তাবাহিনী।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৮ ফেব্রুয়ারীর রায়কে কেন্দ্র করে সারাদেশে উত্তেজনা বিরাজ করছে। তাই অনাকাঙ্খিত যেকোনো ধরনের নাশকতা কিংবা অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩