৮:৪৬ অপরাহ্ণ, ফেব্রু ২২, ২০২১
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর তন্তুবায় সববায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে জেলা শহরের হাসপাতাল সড়কের তন্তুবায় সমিতির নিজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও লক্ষ্মীপুর পৌর মেয়র এমএ তাহের।
এতে বক্তব্য দেন সাবেক সভাপতি শংকর মজুমদার, জাকির হোসেন ভূঁইয়া আজাদ, সাবেক পরিচালক দিপংকর দেব নাথ, সহ সভাপতি তোফাজ্জল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, পরিচালক সন্তোষ চন্দ্র দেব নাথ, সিরাজ উদ্দিন মুন্সি, আবুল কাশেম, রতন দেব নাথ, আবু নোমান, মো মামুন, নুরুল আমিন প্রমুখ। সভায় সদস্যদের মাঝে এক এক বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন সমিতির সভাপতি এমএ তাহের।