১২:৫০ অপরাহ্ণ, সেপ্টে ১০, ২০১৯
প্রবাহ রিপোর্ট : লক্ষ্মীপুরে ডাকাতদের হামলায় আতিক উল্যাহ নামে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে জেলার পৌর শহরের ১৫ নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে। ডাকাতদল আতিক উল্যার ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে পরিবারের সব সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এ সময় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নেয় ডাকাতরা।
খবর পেয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আনোয়ার হোসেন ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাতে ৫-৬ জনের মুখোশধারী একদল ডাকাত দরজা ভেঙে আতিক উল্যার বাসায় ঢুকে। এ সময় আতিক উল্যাসহ তার মেয়ে ও গৃহপরিচারিকার হাত-পা ও মুখ বেঁধে রাখা হয়। পরে ডাকাতদল ৪ ভরি স্বর্ণসহ তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে আতিক উল্যাকে মৃত ও অন্যদের বাঁধা অবস্থায় উদ্ধার করেন। আতিক উল্যা পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, ডাকাতির ঘটনায় এক গৃহকর্তা নিহত হয়েছেন। এটি দুঃখজনক। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
৭:৩৫ পূর্বাহ্ণ, জানু ৩০, ২০২৩