১১:২১ পূর্বাহ্ণ, অক্টো ১৫, ২০১৯
লক্ষ্মীপুর প্রতিনিধি : ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন,নিশ্চিত হোক সুস্থ্য জীবন’ ও ‘সকলের হাত,পরিচ্ছন্ন থাক’ এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর ) জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে সকালে জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
বিশেষ অতিথি ছিলেন,সিভিল সার্জন ডাঃ আবদুল গফফার, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ , সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রেদোয়ান আরমান শাকিল প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ নাছির উদ্দিন ও ফাতেমা- তুজ-জোহরা প্রমূখ।
এর আগে স্যানিটেশনের বিভিন্ন কার্যক্রম ও হাত ধোয়া কৌশল উপস্থাপন করা হয়েছে ।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩