৬:৩০ অপরাহ্ণ, এপ্রি ২৫, ২০১৮
স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দ্বি-পাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলার বাঘবাড়ীস্থ একটি চাইনিজ রেষ্টুরেন্টে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
পিইডিপি-৩ প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত-বাস্তবায়িতব্য এর সুষ্ঠ ব্যবস্থাপনার লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মধ্যে দ্বিপাক্ষিক সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাফর মোঃ সালেহ।
বিশেষ অতিথি ছিলেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন,মোহাম্মদ মাহবুবুর রহমান ও জেলা মনিটরিং অফিসার ( উপবৃত্তি) মোহাম্মদ নুরুল করিম।এসময় আরো উপস্থিত ছিলেন জেলার সকল উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী,সহকারি উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ।
এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারদের মধ্যে বক্তব্য রাখেন মেসার্স ইম্পেরিয়াল কন্সট্রাকশনের স্বত্বাধীকারী মোঃ আকবর হোসেন । তিনি প্রাথমিক বিদ্যালয়ের কিছু প্রধান শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন,নির্মাণ সামগ্রী নিয়ে সাইটে গেলে স্কুল কর্তৃপক্ষ থেকে কোন রকম সহযোগিতা তারা পাচ্ছেনা। প্রায় সাইটে থেকে তাদের মালামাল চুরি হয়ে যায় । কার্য্যসম্পাদন করে ওয়াসব্লক বুঝিয়ে দিতে গেলেও হয়রানির শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত , শতভাগ কাজ করলেও মনে হয় তাঁদের আরো কিছু চাহিদা বাকী থেকে যায়। পরে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩