১১:০৬ অপরাহ্ণ, অক্টো ০৫, ২০১৯
নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরে চুরির দায়ে “জজ মিয়া” আটক হয়েছে। মুদি দোকানের তালা কেটে দোকান চুরির সময় ‘জজ মিয়া’ (৩৩) নামের চোর দলের ওই সদস্যকে আটক করা হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে লক্ষ্মীপুর বাজারের গেঞ্জিহাটা এলাকায় তাকে হাতে নাতে আটক করে পুলিশে দেয় ব্যবসায়ীরা। এসময় উদ্ধার করা হয় একটি মোবাইল, ব্যাগ ও চুরির সরঞ্জাম। আটক চোর দলের সদস্য জজ মিয়া কুমিল্লা জেলার আবদুল মালেকের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও ব্যাবসায়ীরা জানায়, সকাল ৭টার দিকে চোর দলের সদস্যরা গেঞ্জিহাটা মাইন উদ্দিন ষ্টোর নামে একটি মুদি দোকানে বড় কেচি দিয়ে তালা কাটছিলো। এসময় অপর একটি দোকানদার দেখতে পেয়ে চিৎকার দেয়। একপর্যায়ে চোরের দল পালাতে গেলে ব্যবসায়ীরা জজ মিয়া নামে চোরকে আটক করে। পরে সদর থানায় খবর দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে।
একইসময় লক্ষ্মীপুর পৌর সুপার মার্কেটের মোবাইল সামগ্রীর দোকান তাহা এন্টার প্রাইজেও তালা ভেঙ্গে চুরি করে সংঘবদ্ধ ওই চোরেরদল। ওই দোকানের নগদ ২০ হাজার টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নেয় বলে জানায় দোকানের স্বত্বাধিকারি মো.নূর সাগর।
সদর থানার পুলিশের উপপরিদর্শক এস আই মহি উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে জজ মিয়া নামে চোরাই দলের এক সদস্যকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটককৃত চোরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩